তুই আমার স্বপ্নের সবচেয়ে সুন্দর অংশ। তোর মুখের একফোঁটা হাসি আমার সমস্ত কষ্ট মুছে দেয়।” তুই শুধু আমার মেয়ে না, তুই আমার সবকিছু—ভোরের আলো, সন্ধ্যার শান্তি, আর জীবনের সবচেয়ে বড় পাওয়া।” তোর ছোট্ট হাত ধরে আমি যেন পৃথিবীর সব ভালোবাসা ছুঁয়ে ফেলেছি।” তুই বড় হবি, নিজের মতো করে উড়বি—কিন্তু মনে রাখিস, মা/বাবা তোর আকাশ হয়ে পাশে থাকব সারাজীবন।” তুই আমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়, যার নাম ভালোবাসা।”
#italy #forupage #venice #turkey #istanbul @MahinReza🧸